এসেছি এই গভীর বনে,
নিভৃতে একাকী গভীর বিষ্ময়ে,
চেয়ে আছি আপনমনে।
পত্র পল্লব ছায়ায় ছায়ায়,
বৃক্ষ সারির মিছিলে মিছিলে,
চলতে চলতে শুনি কেকারব,
কোথা হোতে-দেখি চারিধারে।
এক দল ময়ূরী যায় হেঁটে,
ময়ূ্র ওড়ে গাছের ডালে।
পাখীর কূজন,নীরব নিভৃতি,
গভীর নীল আকাশ উপরে
ভাসে হলুদ রোদের চাদরে-
কি অপরূপ সৌন্দর্য গীতি।
স্বর্গদ্বার-এ যেন ঈশ্বর সমীপ,
হদয়ে জ্বলে ওঠে আনন্দ-প্রদীপ।