এসে আমার হাতটি ধরো,
থাকব না আর দূরে,
তোমার হাতের স্পর্শ পেয়ে,
তোমার কাছেই আসব ফিরে।

ভাসাও আমায় আনন্দ মাঝে,
ডুবাও আমায় তোমার প্রেমে,
হৃদয় মাঝে সদাই রাজ,
অপার শান্তি আসুক নেমে।

যত না পাওয়ার বেদনা,
মনে যত দুঃখ অভিমান,
আনন্দ শান্তিতে ভেসে যাবে,
মিলন রাগে ভরবে প্রাণ।