উদাত্ত সাদর আহ্বান তোমার,
নির্মল হৃদয় অপাঙ্গে চায়,
বুঝি অপার নীরব নীলিমা,
মনের গভীরে এসে ছায়।
ভুলেছি সে দেখিবার পুলক,
দূরে বহুদূরে আছি আমি,
স্মৃতিরা এসে জাগায় আমাকে,
জানিবে নাতো কখনো তুমি।
মনে পড়ে তোমার সেই,
নীরব উদার সাদর আহ্বান,
আজও মন হয় যে উতলা,
মনে ভাসে তোমারি সে গান।