১) থাকা না থাকা
কিছু কিছু জিনিস থাকা ভালো,
কিছু কিছু জিনিস ভালো নয়,
কিছু কিছু জিনিস আছে,
থাকা না থাকা দুইই সমান হয়।
২) কেমন ভালোবাসা
নিখাদ ভালোবাসা ব্যর্থতায়,
নিরন্তর ভাল বেসেই যায়,
মেকি ভালোবাসা ব্যর্থতায়,
মেতে ওঠে নির্মম উন্মত্ততায়।
৩) তারা ভরা আকাশ
তারা ভরা রাতের আকাশ,
সৌন্দর্য্য রহস্য বিস্ময় ভরা,
সৌন্দর্য্য বিস্ময় রয়ে যাবে,
রহস্য ভেদ হবেনা কখনও সারা।
৪) যুগল
যুগলের অবস্থান সর্ব ক্ষেত্রে,
যুগল ছাড়া সমাজ বাঁচে না,
নারী পুরুষের যুগল অবদানে,
সভ্যতা এগিয়ে চলবে, থামবে না।