১) আলো ছায়ার খেলা
গ্রামের পথে জ্যোৎস্না রাতে
আলো ছায়ার খেলা চলে,
হৃদয় মাঝে মনের খেলা,
মন কেবলি তোমার কথাই বলে।
২) তুলসী তলা
ইচ্ছা হলেই দেখতে পারি,
নীল আকাশে চিলের ওড়া,
সাঁঝের আকাশে বকের ফেরা,
ইচ্ছা হলেও দেখতে পাই না,
গ্রামের বাড়ির তুলসি তলা,
মায়ের হাতের প্রদীপ জ্বালা।
৩) কিছু সময়
তোমার সাথে যাপিত কিছু সময়,
আজও গভীর রাতের সুপ্তির মাঝে,
বিন্দু বিন্দু হয়ে ছড়িয়ে পড়ে,
সেই সময়ের বিন্দুতে হৃদয় স্বপ্ন খোঁজে।
৪) কিছু কথা
কবেকার সেই কিছু বলা কথা,
সবুজ ঘাসে রূপালী শিশিরের মতো,
হৃদয়ের পরতে পরতে ছুঁয়ে থাকে,
সেই পরশ আনন্দ আনে অবিরত।