১) আলো আঁধারের কোলে কোলে,
জীবন মরণ চলেছে ধীরে ধীরে,
আলোয় থাকে সারা জীবন ভরে,
মৃত্যুর আঁধার নামে দুচোখ জুড়ে।
২) যেদিন এসে দাঁড়াবে সে সামনে এসে,
সঁপে দেবো আমারে তার হাতে হেসে।
৩) কেন বলো এতো মায়া,এতো মোহ,
কিছুই নিজের নয়,আপনার নয় কেহ।