কিছুই ছিল না তোমার,
ছিল শুধু আমার অনুভব,
অনুভবে ভরা ছিল ভালোবাসা,
তোমার ছিল না কিছুই সে সব।
আনন্দ তখন পাখি হয়ে,
গাইত এসে মোহন সুরে,
উঠত ভরে আমার প্রাণ,
ভালোবাসা অনুভবের ঘোরে।
ছিল না জানা তখন আমার,
গভীর প্রেমে লিপ্ত ছিলে,
আমার সঙ্গে মেলামেশা,
ছিল নিছক বন্ধু বলে।
সবই আছে আগের মতো,
জ্যোৎস্না ভরা রাতের আঁধার,
প্রেমে ভরা জীবন তোমার,
শুধু তুমি নেই জীবনে আমার।