১) দুষন
পৃথিবীর রূপ ভালোবাসি তাই বারে বারে দেখি চেয়ে,
নীল আকাশ সাগর অরণ্য, ঝরণা ঝরে পাহাড় বেয়ে,
প্রকৃতি আমাদের মা,
আমরা বুঝি না তা,
গাছ কেটে আগুন জ্বেলে দুষন ছড়াই ধোঁয়া ধূলা দিয়ে।
২) মৃত্যু মিছিল
প্রতিদিন এখন চারিদিকে যা চলছে,
সাবধান হওয়াই ভাল, লোকে তাই বলছে,
গুলি চলে বোমা ফাটে,
দোকানে বাজারে হাটে,
কত নীরিহ মানুষের জীবন অকালে ঝরে পড়ছে।
৩) আলো ও অন্ধকার
অন্ধকার হাতড়িয়ে দিক বোঝা যায় না,
যতই চেষ্টা করা হোক সমাধান মেলে না,
আলো দিশা দেখায়,
অন্ধকারে দিশা হারায়,
দিশা হারিয়ে অঘটন ঘটার থাকে সম্ভবনা।