কিছু করার নেই
রোগে শোকে ভেঙে পড়ে মন,
একাকিত্ব অসহায়তা গ্রাস করে,
কিছু করার তো নেই জানি,
দুঃখে কষ্টে বেদনায় অশ্রু ঝরে।
নিজেকে ঠিক রাখো
নিজেকে ঠিক রাখতে পারলে,
সেটাই জীবনে অনেক হবে,
নিজেকে ঠিক রাখলে সবাই,
সমাজ পরিবেশ সুন্দর হবে।
কি হবে ভেবে
কি হবে এতো ভেবে,
সব কিছু ছেড়ে দিলাম,
বেশী ভাবলেই চোখে পড়ে,
সবই আজ মেনে নিলাম।
সীমিত ক্ষমতা
ক্ষমতা আমাদের খুবই সীমিত,
সহজ নয় পরিবর্তন করা,
শুধুই হতাশা ক্ষোভ জাগে,
চলুক না যেমন চলছে ধরা।