মনের কাছাকাছি(১)
কাছাকাছি আমরা আসি কতই না সময়,
মনের কাছাকাছি আসা অত সহজ নয়,
দূরত্ব কমিয়ে মনের কাছাকাছি আসতে গেলে,
ভাবের নিয়ত বিনিময়ে ধরতে হবে নিজেকে মেলে।
একটি কথা(২)
একটি কথা অনেক কথা,
একশো কথা কিছুই নয়,
বলতে পারলে ঠিকমতো,
কাজের মতো কাজ যে হয়।
কল্পনার তুমি(৩)
শুণ্যের তুমি কল্পনার তুমি,
তুমি আমার হৃদয়ের তুমি,
তোমায় ভাঙি তোমায় গড়ি,
কথার মালায় সাজাই আমি।