হে প্রভু আনো আলোর সঞ্চার,
চারিদিকে ভরে যায় অসহ আঁধার,
জীবন শুকায়ে যায় ভয়ে ত্রাসে,
দাঁড়াও আলো হাতে মানুষের পাশে।