বাড়ী থেকেই ভক্তিভরে ডাকব মাকে,
করব না ভীড় প্যান্ডেলে রাস্তায়,
নিয়ম বিধি চলব মেনে সঠিক ভাবে,
যাতে করোনা প্রকোপ বেড়ে না যায়।
চিকিৎসা পরিকাঠামো নেইকো অতো,
সংকট রোগীর সংখ্যা বেড়ে গেলে,
টিভিতে ঠাকুর দেখে কাটুক এবার,
কত জীবন যে হায় গেছে চলে।