অনেকদিন পরে আবার এসে গ্রামে,
হঠাৎই দেখা হয়ে গেল তার সাথে,
দুজনে আমরা হেঁটে চলি মেঠো পথে,
সূর্য অস্ত গেছিল তখন সন্ধ্যা নামে।
বৃষ্টি যেন এলো নিদাঘ এবার থামে,
মন আমার বন্দি আজিকে তার হাতে,
বাড়ী ফিরে কত গান গল্প হল রাতে,
মগ্ন ছিলাম গল্পে বুঝিনি রাত্রি নামে।
গান গল্প হল নির্জন রোয়াকে বসে,
সন্ধ্যা নামিছে গ্রামে বাঁশ বনের ধারে,
মনের আকাশে ধীরে চাঁদ উঠে গেল,
ভাসিতেছি আমি জ্যোৎস্নায় অবশেষে,
ভাসালে আমাকে প্রেম সাগরের পারে,
সব হৃদয় মন আমার পূর্ণ হলো।