নির্জন অন্ধকার পথে চলেছি একা,
জমাট আঁধারে ঢাকা চারিধার,
আলোর নিশানা দেখে চলতে চাই,
আলো চাই আলো, ভীষন অন্ধকার।
অন্ধকার পথে কোথায় যে চলেছি,
কাঁটা লাগে পায়ে, রক্ত ঝরে অঝোরে,
হোঁচট লাগে বারেবারে পাথরে পাথরে,
তবু যেতে হবে এই ভীষন অন্ধকারে।
আকাশে নবারুণ জাগে,ভোর হোল,
পাখিরা করে কলতান সমস্বরে,
জমাট অন্ধকার ফিকে হয়ে আসে,
মায়ের স্নেহের মতো রোদ চারিধারে।
অন্ধকারের পথে চলতে চলতে,
শুনেছি হে প্রভু তোমারি আহ্বান,
অন্ধকার ছেড়ে আলোর পথে,
শুরু হোক চলা,হোক আলোক স্নান।