স্মৃতিচিহ্ন সব
ছিন্ন হয়ে যায়,
স্মৃতির মেঘ
জল হয়ে ঝরে,
প্রবাসী পাখী
কতকাল ভোলে স্বদেশভূমি;
ফিরে এসো
যদি রাখো হাত
নিথর শুণ্যতার
গভীর অমোঘ অন্ধকারে;
বিনীত হও
প্রার্থনার সমুজ্বলে,
কামনার ধূলিঝড়
পেরিয়ে গিয়ে দেখো
সব প্রাপ্তি অপ্রাপ্তি
মাঝে আনন্দ সমাহার;
স্মৃতিচিহ্ন সব
ছিন্ন হয়ে যায়,
সাধের আকাশভূমি
নিরর্থক অহং-হার
ছিন্ন হয়ে ছড়ায়
আনন্দ শান্তির প্রহরে।