খবর আসে দেশের বিদেশের,
আমাদের দুঃখিত করে বারেবার,
কত রক্ত ঝরবে নিরীহ মানুষের!
কটা খবর আনন্দের সকলার,
যুদ্ধ খুন ধর্ষণ চারিধারে,
মানুষ র্নিমম ভাগ্যের শিকার।
কাম লোভ বিদ্বেষের নিগড়ে,
মানুষ হারিয়েছে তার মানবতা,
তাই দুঃখ ছড়ায় খবরে।
চারিদিকে অন্যায় দুর্নীতি অসততা,
কবে যাবে সকল অবক্ষয়,
খবর আনবে আনন্দের বারতা,
কবে হবে মানবতার জয়।