তুমি আমার শিউলি ঝরা অনুভব,
কল্পনার এক অচিন দেশ,
আমার না ফোটা প্রেমের স্মৃতি,
লেখা শেষের কবিতার আনন্দ রেশ।
তুমি হৃদয়ের মায়াবী বেদনা,
নীরব প্রেরণা সকল কবিতায়,
পথহারা নাবিকের আলোর দিশা,
যাত্রা শেষের অচিন ঠিকানায়।
তুমি না পাওয়ার অভিমান,
স্মৃতির সাজিতে তোলা ফুল,
তুমি যুক্তি শেষের উদার চেতনা,
হারানো স্মৃতির ঝরা মুকল।
তুমি আসো হৃদয় মাঝারে,
হাত ধরো, আপন কোরে,
আনন্দ অভিসারে নিয়ে চলো,
নীল সাগরের অসীম বিস্তারে।