আমি আর ফিরবোনা ওই,
রোদ্দুর ধোয়া বাগান চত্তরে,
শামুকখোল উড়ুক পরের পরে,
টলটলে পদ্মপুকুরের উপরে।
ঘন সবুজ তেঁতুলের ডালে,
কত চিল কেঁদে ফেরে,
মায়াবী কান্নার করুণ সুরে।
মনে পড়ে সেই সুরে,
কত আলো করে ছিলে,
তোমার সাজানো বাগান চত্তরে।
রোদ্দুরের ছোঁয়ায় বেদনা জাগে,
হৃদয় গলে মায়াবী বেদনায়,
শুণ্যতার মাঝে চেয়ে দেখি,
তুমি দূরে চলে গেলে।
শামুকখোল উড়ে উড়ে ফিরুক,
সবেদার সবুজ ডালে ডালে,
রুদালী চিল কাঁদুক দুপুরে,
তেঁতুলের সবুজ পাতার ভিতরে,
আমি আর ফিরবনা ওই,
রোদ্দুর ধোয়া বাগান চত্তরে।