আমাকে যেও গো ভুলে,
যেন হয়নি কখনো দেখা,
ভুলে যেও পু্রানো কথা,
যা আছে মনেতে রাখা।
যেন ছিলনা কখনো ভালোবাসা,
আকুলতা ছিলনা কোন মনে,
হাঁটিনি কখনো রাতের আঁধারে,
জোনাকীজ্বলা পথে এক সনে।
একসাথে গাই নিকো গান,
সাঁঝের আঁধারে দুই জনে,
গল্পে গল্পে কাটাই নি সময়,
কখনো তুমি আমি আনমনে।
আমাকে যেও গো ভুলে,
যেন হয়নি কখনো দেখা,
ভুলে যেও পুরানো কথা,
যা আছে মনেতে রাখা।