আমাকে বোলো না যেতে তোমার বিবাহ আসরে,
সানাইয়ের সুর পারিব না আমি সহিতে,
চারিদিকে আলো ঝলমল কল কোলাহল,
রজনীগন্ধার সৌরভ আসিবে ভেসে ভেসে,
আমি পারিব না সে আসরের মাঝে থাকিতে,
আমাকে বোলো না যেতে তোমার বিবাহ আসরে।
কনের বেশে তোমার অপরূপ রূপে,
কখনও আমি পারিব না চাহিতে,
আমি সেদিন জেনো একাকী নির্জনে,
আছি স্মৃতির স্মরণে হৃদয় বেদনাতে,
মিলন রাগিনী বাজুক তোমার মনে,
আমাকে ভুলে যেও তোমার মিলন রাতে।