এতোদিন পরে পেয়ে গেলাম সমাধান,
ভুলতে না পারার সমস্যা ছিল বহুদিন ধরে,
অবাক বিষ্ময়ে আজ দেখি সব ভুলে গেছি,
মনে পড়ে না তোমার কথা আগের মতো করে।
সমাধান হয়েছে, হারিয়েছে কবিতার চাবিকাঠি,
তোমার স্মৃতি কল্পনার ডানায় উড়তো যখন,
হৃদয়ে কবিতার বান ডাকতো বিপুল আবেগে,
পাতার পর পাতায় কবিতা আসতো নেমে তখন।
তোমার স্মৃতি হারিয়েছে এখন পুরানো সৌরভ,
যেখানে নেই কোনো ভালোবাসার উৎসার,
শুষ্ক স্মৃতির র্নিমাল্যে সৌরভ কি আর ছড়ায়,
তোমার স্মৃতি হারিয়ে কবিতা স্তব্ধ হয়েছে এবার।
শূন্যতা ভালোবেসে শুধু বিরহ আঁধারে ডুবে,
ভালোবাসাহীন পথ চলা হৃদয়ে জ্বালায় না আলো,
প্রেম নেই তবু অতীতচারী কেনো হবে এ মন,
তুমি হীন হৃদয় অমা রাত্রির মতো হোক না কালো।