ছোট্ট মেয়ে এক,
বয়েস চোদ্দ বছর,
বাবা রিক্সা চালায়,
মার ঝিগিরি দিনভর।
কখন কি খায়,
ঠিক নেই তার,
বাবা মাকে মারে,
মেয়েও পায়না পার।
ছোট একটা ঘর,
গরমে ঘুম হয়না,
মদ্যপ বাবার অত্যাচার,
মায়ের নিষ্ফল কান্না।
বাড়ি বাড়ি যায়,
ঝিয়ের কাজ করে,
থাকে সে নীরবে,
ক্ষোভ মনে ঝরে।
তোমাদের সব আছে,
আমাদের কেন নেই,
হতাশা ঝরে তার,
মনের আগল খুললেই।
স্কুলে যাওয়া হয়না-
কাজ বাড়ি বাড়ি,
পড়াশোনা হয়েছে শেষ,
সেই দুঃখ ভারী।
খেতে পাইনা ঠিকমতো,
শুতে পারিনা গরমে,
বাবা মার ঝগড়ায়,
মরে থাকি মরমে।
জীবনটা টিকিয়ে রাখা,
বাবার মারে-অত্যাচারে,
মায়ের মতনই কাটবে,
বছর বছর ধরে।