যে দিকে নেই কোনো সাগর,
সে দিকে বৃথা বহে চলে এক নদী,
চলে হৃদয়ের উচ্ছাসে সব বাধা ঠেলে,
আকুল মিলন পিয়াসা তার মেটে যদি।
সাগর কি কখনো একথা জানিবে,
শুধু তার সাথে মিলনের আশে,
দিশাহীন নদী এক চলিতেছে দিবা রাতি,
হৃদয় তার বিরহে গেছে ভেসে।
মিলন হবে না কোন দিনও,
শুধুই একাকী নদী বহে যাবে,
বিরহ বেদনার স্রোতে ভেসে ভেসে,
একদিন তার পথ চলা শেষ হবে।