তুমি একবারই  শুধু এসেছিলে মনে,
সাঁঝের আঁধার নামা গোধূলি ক্ষণে,
তারপর কতকাল যে গেলো চলে,
আর দিলে না দেখা কাতর এ প্রাণে।