ছেলে মেয়ে থাকে দূরে,
সংসার নিয়ে ব্যাস্ত তারা,
আসে বছরে একবার করে,
বাবা মা তাদের সঙ্গছাড়া।

গাছগাছালি ঘেরা ছোট্ট শান্তিধামে,
বহুদিন এক মন এক প্রাণে,
বাবা মা ছিল আনন্দে গ্রামে,
গভীর ভালোবাসার নিবিড় বন্ধনে।

একদিন হঠাৎ কি কুক্ষণে,
দূর্ঘটনায় বাবা গেলো চলে,
ছেদ পড়ে গেছে বন্ধনে,
মা একাকিত্বের গভীর আঁধারে।