তুই যেন এক সামুদ্রিক ঝড়,
উড়ে যায় আমার সব স্মৃতির তোরণ,
একে একে ভেঙে পড়ে স্মৃতি দিয়ে গড়া ইমারত,
উড়ে যায় তার উপেক্ষা, আত্মসিদ্ধির উর্ণনাভ জাল।
তার সঙ্গে কথালাপ, স্মৃতির অর্থহীন প্রলাপ,
অনুসঙ্গের মোহ, বৃথা ঘোরাফেরা সময়ের আবর্জনায়,
উড়িয়ে দিস ঝড়ের প্রবল অভিঘাত দিয়ে,
আঘাত করিস আমার ব্যর্থ প্রেমের মোহের সিংহদুয়ারে।
তুই আয়, আমার নির্মোহ চিন্তায় অনুভবে,
হাত রাখ আমার অশান্ত মনের ধূলিঝড়ে,
তুই এসে মুছে ফেল অর্থহীন স্মৃতির প্রলাপ,
শান্তির মেঘ হয়ে ছুঁয়ে যা আমার হৃদয় মৈনাকে।