তোমার হৃদয়ের বালুকা বেলা,
পায়ে পায়ে পেরিয়ে পেরিয়ে,
পৌঁছে যাবো যখন তোমার হৃদয়ে,
পাখির মতো উঠবে তুমি গেয়ে।
সমুদ্র সারসের পাখায় পাখায়,
উড়িয়ে দেবো আমার শুভ্র ভালোবাসা,
তোমার ভালোবাসার রঙে দিও রাঙিয়ে,
এইটুকু পাবো বলে এত পথ পেরিয়ে আসা।