অচেনা পথিক তুমি গো,
কেমনে বাজালে এ মোহন সুর,
চেয়ে রই গভীর বিষ্ময়ে,
রূপের সৌরভে মন ভরপুর।

রূপের সাগরে ভেসেছি আমি,
জানিনা যাবো কোনখানে,
শুধু চেয়ে রব ভালোবেসে,
আনন্দ জাগিবে আঁখির মিলনে।

এইটুকুতেই সব শেষ জানি,
এরপর নাই কোনকিছু আর,
সব ভালোলাগা কি প্রেম হয়,
সব ইচ্ছা কি পূর্ণ হয় সবার।