আবার দেখা হবে তোর সাথে,
সবুজ ঘাসের বনে,
মেঘালী নরম রোদে।
আবার দেখা হবে তোর সাথে,
তোর উদাসী চাওয়ায়,
মেঘভাসা নীলিমার নীলে,
কুয়াশার চাদরে ঢাকা,
নির্জন চরাচরে,- নিঝুম সকালে।
পিয়াসী মন ছোটে,
তোরই তিয়াসায় অনিবার;
আবার দেখা হবে তোর সাথে,
ঘাসের সবুজ বনে,
মেঘালী নরম রোদে।