কোথায় শুরু কোথায় শেষ,
কেউ নেই বলতে পারে,
জগৎ চলে নিজের ছন্দে,
গতি রুদ্ধ কে করবে তারে।
যা দেখায় অতি ছোট,
তার মাঝেই আছে বিরাট,
আবার বিরাট যা দেখতে,
তাহা ছোট দিয়ে ভরাট।
নিয়ম কানুন শৃঙ্খলা ঘেরা,
জেয়গা নেই অন্যথা হওয়ার,
এরই মাঝে চলছে লীলা,
জড় শক্তির রুপান্তরের খেলার।
অসীম এই দেশের মাঝে,
গন্ডি যে কোথাও নাই,
নিয়ম ভাঙলে আসবে বাধা,
নিয়মের শৃঙ্খলে বাধা সবাই।