আমি এখন মায়াসাগরের তলদেশে।

পৃথিবী কেমন দেখতে
আমি ভুলে গেছি।

আমি আছি মুক্তা-প্রবালের অন্তরীক্ষে।
এখানে আকাশ নেই
তবু নীল---আরও নীল---
শুধু নীলের এই দেশ...।
এখানে প্রাণীদের তারার মতন চোখ
তাতে প্রেমও নেই, ঘৃণাও ---
ভাগ্যিস ওরা ভাষা শেখেনি ----
তাই
  ওরা হাসেও না, কাঁদেও না---

পৃথিবীর মতো হাসিকান্নার জগত ছেড়ে
আমি এখানে বেশ আছি ...
একরকম স্বেচ্ছা-নির্বাসনই বলা যায় ।

যেতে চাই না আর ফিরে
ঐ পৃথিবীর সব-পেয়েছির
সব-হারানোর মাটিতে।