শান্তি চেয়ে পেলাম সুখ,
ভাঙা আয়নায় আধেক মুখ
তোমায় চেয়ে শান্তি কই ?
আমি যে তোমার শত্রু হই !
জল থই -থই বর্ষা-দিন
তোমায় ছাড়া অর্থহীন!
ইলিশ-ভাতে ছুটির পাত
জ্বরের কপাল, নরম হাত।
সুখের শয্যা হোক মলিন,
তোমায় ছাড়া অর্থহীন!
বাজার-দোকান, ব্যস্ত হাট,
বর্ষা- বিকেল, আলতো ছাঁট,
শিল কুড়িয়ে গামছা-গিঁট,
আম পাড়তে আধলা ইঁট----
স্বপ্ন দেখার রাত রঙ্গিন
তোমায় ছাড়া অর্থহীন!
মন- খারাপের ভর-দুপুর,
ক্লান্ত পায়ের জল-নুপুর
ঘুমের মধ্যে স্বপ্ন -রাগ
ডালিম-ফুলের প্রেম-পরাগ।
ওষ্ঠে -অধর, মধুর মিল,
ভালোবাসায় সে ঝিলমিল ।
বুকের মধ্যে ঢেঁকির পাড়
সয়না তিলেক চোখের আড়
আজকে আমার জন্মদিন
তোমায় ছাড়া অর্থহীন!