কোনো উষ্ণতার সঙ্কেত নেই যেখানে
নেই কোনো শীতলতার অবকাশ
হাসি নেই,----কান্নাও ----
আছে প্রবল বেদনা ক্ষুধার ----- তৃষ্ণার----
সবুজ কি নেই? তাও আছে
জীবন বেষ্টন করে, প্রাণপণে ----
শরীরে আলো মেখে নেবার ----
প্রয়াসী এক অবুঝ উদ্ভিদ...
অভাবির ঘরে কেন এ প্রাণের জিদ?
পাতায়-পাতায় প্রতিশ্রুতি ,
আরও প্রাণ, আরও গতি
হায়, যদি জীবন হত এত গতিময়
প্রাণবায়ু বাঁচত বেষ্টন করে তার আশ্রয় ।
দুমুঠো চালের জন্য এত হাহাকার,
ভাঁড়ার কেবলই বাড়ন্ত যার
কেবল জল ও আলোর রসদে
তার ঘর ভরে লতিয়ে চলেছে
পাতায়-পাতা, সবুজে - সবুজ
বড়ই অবুঝ এ উদ্ভিদ ----
অভাবির ঘরে কেন এ প্রাণের জিদ?