ঝরনার নীচে খেলছিল রামধনু সাত রঙ
তনু ওড়নার আচ্ছাদনে লুকনো ময়ূরকন্ঠী পাখা-----
কেউ কি সেদিন এসেছিল ?
প্রেমস্নাত ?
কারো চোখ তবু দেখেনি,
শোনেনি পায়ের শব্দ কেউ...।
একটি ময়ুর-পাখা সব উত্তর লিখে নিয়ে
পড়ে ছিল ঝরনার সানুদেশে।
সে চলে যাবার পরে
আমি সেদিন সব প্রশ্নের উত্তর পেয়ে
একা ফিরেছি সদ্যোস্নাত----
আর কোনোদিন সেই ঝরনাতলে
যাইনি তার খোঁজে.....
জানিনা কোনও ময়ূরকন্ঠী পাখা
আজও পড়ে আছে কি না
সেই ঝরনার সানুদেশে.....
জানিনা, আজও কেউ আসে কি না
একা, সদ্যোস্নাত----
রামধনু রঙে সেজে ...।।
Posted by Srirupa Lahiri at 14:26