শুনেছিলাম, কী নাকি এক ঝড় আসবে রাতে...
নতুন করে ধুনো দেবে পোড়াভাগ্যের তাতে
ভাঙবে সে মোর ঘরবাড়ি আর
নিভবে মশাল-বাতি,
চোরকুঠুরির বন্ধ দেরাজ
খুঁজবে আঁতি-পাঁতি।
হায়, যে রতন যায় না পাওয়া
সারা জনম খুঁজে,
সেই সে আজব হিরে-মানিক
একাই নেবে বুঝে।
নিঃস্ব রাতে একলা আমি
গড়ব নতুন ভিটে
জীবন-গড়ার নেহাই দিয়ে
কামারশালায় পিটে ।।