কাল আমরা একটা অন্য বাড়িতে চলে যাবো।
এবাড়ির আরশোলা-টিকটিকি-ইঁদুর-ছারপোকা,
এমনকি
জানলায়-বসা কাক-চড়ুই-শালিকগুলোকে ছেড়ে।
রান্নাঘরের উঁচু তাকে ডিমে-তা-দেওয়া পায়রাগুলো
কাল থেকে আর দানাপানি পাবেনা।
এখানে মেঘ-বৃষ্টি-জলে হাত পিছলে সাবান গলে যায়,
কাপড়-টাঙানো আংটাগুলো ঘাড় বেঁকিয়ে,
অবাধ্য গরুর মতো,
মেঝের মোজেক গর্ত হয়ে কেঁচোর সঙ্গে দোস্তি করে
বাড়িটার আয়ু কমায়।
অন্য বাড়িটার ঝকঝকে পালিশ-করা মেঝে,
জানলা খুলেই গাছের সবুজ, ফুলের রঙ, পাখির
কিচিমিচি,
রান্নাঘরে বাসন অঢেল, প্রচুর আরাম-আয়েশ,
সদর-দুয়ার খুলেই ঢালাও অতিথিশালা,
রাতের বেলা চাঁদ নেমে আসে ছাদে।
কিন্তু যদি আসল কথাটা বলি ......?
স্বপ্ন ভেঙে চোখ মেললেই বাড়িটা হারিয়ে যায়,
তাই কাল আর কখনোই আসেনা ...
Tomorrow never comes ,…..
Tomorrow never comes.