ভালোবাসা
তোমার সাথে ঘর বেঁধেছি
বেদের বাসা
তার কোনেতে লুকিয়ে আছে অনেক আশা
ধুলোবালি, পোকামাকড়
ফাটা বালিশ, লেপের আদর
এসব কেবল তোমার আমার ভালোবাসা
নাই- বা হোলো এ ঘর মোদের
ভা্লো বাসা
কোনে কোনে লুকিয়ে আছে
অনেক আশা