জানো এই বেশ ভালো আছি...
সূর্যের আলো আর সমুদ্র স্রোতের কাছাকাছি..
পেয়েছি ভালোবাসা, পেয়েছি বেঁচে থাকার আনন্দ
তোমায় পেয়ে বুঝেছি জীবনের ভালো মন্দ.
গোপন কথা, গোপন ব্যথা, লোকায়নি কোনো তথ্য,
অপেক্ষার অবসানে পেয়েছি ভালোবাসা সত্য..
অনুভবে পেয়েছি তোমায়, পেয়েছি তোমার বিশ্বাস,
তুমি তুমি রবে প্রবাহিত হয় দেহের নিঃশ্বাস প্রশ্বাস.
জীবন হতো মিথ্যা তোমায় না পেলে
বিপরীতধর্মী মানসিকতার মন সদা মেলে..
ঊনত্রিশ বছরের বৃথা জীবন আজ সুখে প্লাবিত
ইচ্ছা সব উঠবে জেগে, হবেনা অবহেলিত.
জীবন এখন একার নয়, তুমি মিলে সব..
হাতে হাত ধরে এগোবো মোরা, বাজবে খুশির রব..
বিশ্বাস ও ভরসাতে গড়েছি ভালোবাসার যে বাড়ি.
ভাঙবেনা তা তাসের ঘরের মতো, হবে না আড়ি আড়ি..
পুরানো সব কথা ভুলে এগিয়ে চলো লক্ষ্যে,
আছো তুমি, থাকবে তুমি, রয়েছো মোর বক্ষে...
মাতাল হাওয়ায় ভাসবো দুজন,
তুমি নৌকা আর আমি হবো মাঝি..
জানো তোমাকে পেয়ে এই বেশ ভালো আছি...
ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি...