নীজের তালে চলছিল দিন,
ভালোবাসা বলতে নীজের কাজ,
আড্ডা, গল্প, আর প্রিয় বন্ধু তিন।
বেখেয়াল মন, গেয়ে উঠতো বাউল গান,
শিশির ভেজা মাঠে, একলা পথ হেটে,
ভাবনার মেলা অন্তহীন।
ভালোলাগা কিছু গল্পের বই,
মন খারাপের মাঝরাতে,
ছিল কিছু স্বপ্নজাগা কবিতা।
আপন মনেই ভেসে আসতো,
রং নম্বর এর "হ্যালো" কণ্ঠ,
ডায়েরী এর পাতার ছবিটা।
ধরা দেবে ভেবে,
কত স্বপ্ন দেখা, গল্প লেখা,
হটাৎ নীজের মনেই হেসে ওঠা।
রাস্তার মোড়ে ধুম্রপানে,
চায়ে চুমুক আর কোলাহলে,
রিক্সাতে হয়তো তুমি সেটা।
সময় আসে, সময় যায়,
কিছু রাগ অছিলায়,
ধরা দিলে না তুমি আমায়।
নিঝুম রাতে অবাক পানে,
আসবেনা তুমি জেনেও,
আজও তোমার অপেক্ষায়....।