থমকে গেছে ব্যস্ত জীবন,
বন্ধ যানবাহন, বন্ধ দোকান।
জীবনযুদ্ধে লড়ছে সবাই,
চাই আর না ঝরুক প্রাণ।
প্রতিনিয়তই আক্রান্ত মানবসমাজ,
বাড়ছে লাশের সারি।
তবুও মোদের বিশ্বাস আজও,
বন্ধ হবে মহামারী।
ঘুম নেই চোখে, নেই বিশ্রাম,
ভুলেছে নিজের পরিবার।
মানুষের প্রাণ ফিরিয়ে দিতে,
লড়ছে হাজার ডাক্তার।
বিজ্ঞানীরাও পিছিয়ে নেই,
দিন-রাত্রি পড়াশুনা।
ভ্যাকসিনের খোঁজ মিলবে মোদের,
মুক্ত হবে করোনা।
কর্মহীন অনেক মানুষ,
অন্নহারা শিশু।
সাহায্যের হাত বাড়িয়ে দিতে,
সমাজসেবীরা হয়নি পিছু।
লকডাউন সফল করতে,
লড়ছে পুলিশ, দিচ্ছে প্রাণ।
ফিরুক পৃথিবী নিজের তালে,
যুদ্ধের হোক অবসান।
ভালো থাকুক, সুস্থ থাকুক সব,
মানুষ মানুষেরই ভগবান।
চলো সবাই হাসি মুখে,
গাই জয়ের গান...।।
[ভালো থাকুন সবাই। সুস্থ থাকুন। শান্ত হোক এই পৃথিবী। প্রণাম]