ভোরের আকাশে পাখিদের ডাকে,
আজও ভেসে আসে তোমার সুর।  
প্রতিদিন নিত্য নতুন স্বপ্ন দেখা,
তোমায় নিয়ে পথচলা বহুদূর।

তোমায় লিখবো ভেবে কেটে গেছে,
অনেক সময়, অনেক প্রহর।
তবুও কলম আজও হয়নি ধরা,
আধুনিকতায় আজ পরিবর্তিত শহর।

সারাদিনে তোমার আসা যাওয়া,
শরীরের মাঝে দেয় শিহরণ।
দেখার ছলে লিখবো ভেবে,
মনে মনেই কথোপকথন।

জীবনের রং-তুলিতে রঙিন তুমি,
বিশ্বাস একটিবার হবে দেখা।
তোমায় নিয়ে লিখবো ভেবে,
আজও আর হয়ে ওঠেনি লেখা..