কথা হলেও দেখা ছিলোনা,
তোমার সাথে আমার।
প্রেম নিবেদন করার পর,
নিলে করে তোমার।
প্রেমের প্রথম প্রথম,
হয়েছিল মনের কথোপকথন।
বলেছিলাম অনেক কথা,
ঘুম ছিল কিছুক্ষন।
অনেক সময় না হলে কথা,
দিতাম তোমায় বার্তা।
হাসি মুখ দেখার জন্য,
করতাম আজগুবি নাটক কিংবা যাত্রা।
ভালোবেসে তোমায় আমি,
দিয়েছিলাম অনেক কথা।
কথা রেখেও তোমার কাছে,
পেলাম শুধুই ব্যথা।
হয়তো নিজের মনকে বুঝে,
পারবো যেতে ভুলে।
তবুও বলো কি দোষ ছিল,
কেন গেলে চলে?
দেবার মতো কিছুই ছিলোনা,
চাইতাম তোমার হাসি।
আজ হয়তো আমায় ছেড়ে,
আছো তুমি সুখি।
মাঝে মাঝে মনটা কাঁদে,
তবু করার নাই কিছুই।
একটা কথা বলে রাখি,
ভালোবাসা ছাড়া পাবে সব কিছুই।
ভালোবাসা না থাকলে,
থাকবে কেমন করে?
দেখবে তখন আমার কথা,
শুধুই মনে পরে।
বলছি তবু দেবোনা সাড়া,
থাকবোনা আমি পাশে।
তবুও তোমায় আগের মতো,
যাবো ভালোবেসে......।।
[বিঃ দ্রুঃ এই কবিতার সাথে বাস্তবের মিল নেই। কল্পনা থেকে লেখা।]