ভালোবেসে আমি ভেবেছিলাম তাকে,
স্বপ্নের কোমল উপান্তে।
ভালোবেসে আমি ডেকেছিলাম তাকে,
আমারও ভগ্ন হৃদয়ে।
ভালোবেসে আমি বলেছিলাম তাকে,
শুধু তোমায় ভালোবাসি।
কিন্তু সে আমাকে একটিবারও বোঝেনি,
সে শুধু শুনেছিল 'ভালোবাসা';
ভালোবাসা, সেতো শুধু স্বপ্ন আর মায়া,
আর অন্ধকারের কালছায়া।
আমি চাইনা হতে তোমার মতো,
অন্ধগলির বন্দী পথিক।
আমি হতে চাই ফুলকুসুমে ওড়া অলির মতো,
ফুলের রেনুর স্পর্শ পেতে।
আমি হতে চাই ডানামেলা স্বাধীন পরী,
যেথায় উড়বে
আমার লেখা, তোমার প্রেমের ছোট্টো ঘুড়ি।।