কতদিনের কত কথা মনে করেই কাটে সন্ধ্যা প্রভাত ,
এলোনাতো তেমনিতর স্মৃতিভেজা একটি সুমধুর মধুরাত।
বর্ষা মুখর সেই রাতে তোমার গায়ের গন্ধে এলোমেলো চুল,
চারিপাশে ঝরেছিল জুঁই,বেলি,বকুল ও নাম নাজানা সুগন্ধি মুকুল।
দুজনারই একই অঙ্গ তফাৎ ছিলনা কোনো দুজনার মাঝে,
এমনি কথা ভাবতে গেলেও ওগো শরম লাগে মুখ লুকাই লাজে।
যৌবনেরই মৌবনেতে নাচত কতনা মত্ত অলীকূল,
বারিধারা যেমন ছুটে চলে নদীর স্পর্শ পাইতে আকূল।
আমার মন মধুকর ছুটে বেড়ায় শুধু তোমার অলিগলি,
তুমি কি-সেই তেমনি আছো আমার প্রেমের প্রথম কলি।
ফুলগুলি ওই রয়েছে ফুটে আর তেমনি বাসরও রয়েছে সাজায়,
বারিধারা আবার দেখো তেমনি টানে নদীর পানে ধায়।
সেই সজল কালো মেঘের মাঝে হটাৎ বিদ্যুতেরই হাতছানি,
আজি তুমি কোথা আমি কোথায় ওগো হৃদয়ের আমার রানী।
তোমার মিষ্টি ঠোঁটের মিষ্টি ছোঁয়ায় আজও মজে পরশিয়া মন,
শত আশায় ভালবাসায় বিভোর আমি শুধু তোমারি সৃজন।।