অধরার ধরা তুমি তবু দিলে না ধরা,
চেয়ে দেখো সখা সারারাত বসন্তে ভরা।
নীলশাড়ি খোলা কেশে এসেছি সেজে,
আসিবে কখন তুমি তাই ভাবিছি বসে।
চাঁদ উঠেছে ওই গগনে শেফালী বনে,
খোঁজে মন মনের মানুষ এ বিশ্ব-ভুবনে।
শরৎকালের মধুর বাতাস শিউলি ঝরা ফুল,
মনে করায় কত কথা ও প্রাণের বুলবুল।
আসবে কখন দেখবো কখন হবে নিশি অবসান,
মাতাল প্রেমের গন্ধে ভরা যৌবনের উদ্যান।
কত বাহার কত রঙে বাসর সাজায়েছি ফুলে,
বঁধুয়ার কথা কিগো বুঝি গিয়াছো ভুলে।
মনে পড়ে কত কথা সেই বাঁশির গান,
কখন পাইবো সখা তোমার চরণও দুখান।
চাঁদের গায়ে চাঁদ মনের পড়ে মন,
জোনাকিরা জেগে আছে আমারই মতন।
আসিবে কখন তুমি ওগো নিশি চলে যায়,
আশার বাসরে বঁধুয়া একা জেগে রয়।
চোখের জলের অপেক্ষাতে আঁচল ভিজে যায়,
মনের কথা মনেই আছে তোমার অপেক্ষায়।
আসিবেনা যদি তুমি তবে কেন বাজাও বাঁশি,
রাধা মন চুরি করো ভুলাতে দিবা নিশি।
কত আশায় ভালোবাসায় বাঁধিলাম ঘর,
সেই ঘরেতেই বইয়া যায় হতাশারই ঝড়।
সব বুঝিয়াও সখা ওগো নীরবও থাকি,
জানি একদিন বুঝবে তুমি এ অশ্রু ভরা আঁখি।
তোমার কথা ফেলিনিত আজো দিতেছি ধরা,
দেখিয়া যাও এসে সখা এ মধুরাত বসন্তে ভরা।