একদিন তুমি ছিলে, আমি ছিলাম ;
শান্তি ছিলো, প্রশান্তি ছিলো, ছিল নীরবতা
চড়ুইয়ের গান ছিলো, কোকিলের ডাক ছিলো, ছিলো কবিতা।

নিন্দুকেরা বুঝিল সবই, ঝরালো সমালোচনা ;
অদেখাকে দেখে তাঁরা, অজানাকেও জানে, বিধিলো হাতিয়ার,
বিচ্ছদ ঘটিয়ে শান্তি তাহাদের, রটায়ে মিথ্যে গল্পের উপসংহার।

তুমি আর আমি, অসম্ভবের মিলনে;
শান্তি আজও আছে, সেদিনও ছিলো, থাকিবে চির শাশ্বত,
না পেয়েও পেয়েছি সবই, বিরহের প্রেম শুন্যতায় বর্ধিত সতত।

ভালোবাসার গাঁথামালা, পূর্ণতা ও অপূর্ণতায়;
সীমাপার করেছো যাহাদের, তাঁরা কি রয়েছে দূরে,
কল্পনায় কাছে আসে নিয়ত, দুজনায় দুজনার মন-মন্দিরে।

প্রেম অনন্ত, গভীর হৃদয়ের অন্ত:স্থলে;
এখানে স্থান নেই কারো, একান্ত ব্যক্তিগত, বসতি নিভৃত যতনে,
শরীর ছাড়িয়ে অলীক সুখ, স্মৃতিভেজা আলেয়ায়, পূর্ণতা অবিরত মননে।।