আমার থাকা না থাকা একই ব্যাপার দাম নেই আর,
আগেই ছেড়েছো যারে মিছে পথ আগলে দাঁড়াবার।
বুঝিনাকো কিছু গাঁয়ের ছেলে মুই শহরের অত চালাকি ভালোবেসে আমি কখনো পারিণামে চেয়েছি সে দামকি?
সময় চেয়েছি, ভালো লাগায় ব্যাকুলতায় শুধু ডেকেছি,
ফিরতি কিছু যা দিয়েছো তা সযতনে তুলে রেখেছি।
আমার উপস্থিতি তোমার আনন্দ নষ্ট করে মনে ধরেছো,
হাজার চাইলেই কিআর আমায় পাবে একথা ভেবেছো।
কাছের মানুষই সময়ের ব্যাবধানে অবহেলা ছুড়ে দেয়, দূরহতে তাই দূরের মানুষ হারায় আঁধার রাতের অবছায়। মনের কষ্টগুলি কবিতার শব্দ হয়ে ঝরে পরে লাইনে লাইনে,
আমিও তেমনি দিনেদিনে শেষ হচ্ছি অবহেলার কারণে। আমারও ব্যাথা লাগে নিঃশব্দে কাটে একাকী রাত,
যদিও তুমি একটি বারও রাখোনি আমার হাতে তোমার হাত।
মনের মানুষ বিষিয়ে গিয়াছো তবুও নিশ্চলে এতকিছু ভাবিনি,
এটুকুতেই এমন করো এখনো বাকি রয়েগেছে গোটা জীবনী।
আঁধার আমি, জানিতো তাই তোমায় মেনেছি আমার আলো,
আমার দিকে কবার তাকিয়েছো ভালোবেসে সেকথা বলো।
সারারাতই ভেবেছি শুধু ছটফট করেছি তোমায় আগলাতে,
কিহবে সেসব বলে প্রয়াস আমার গিয়াছে বিফলে।
ঢেউ গুলি যেমন ভাবে ভাঙে এসে নদীর কূলে কূলে।
আমরাও মন তেমন ভাবে ভেঙে যাচ্ছে ধীরে ধীরে,
চোখের নেশা নেইকো আর আমার প্রতি তোমার হৃদয়ে।
যদি কোনদিন হারিয়ে যাই ফুলের বনে একবার খুজে নিও রাত জাগা ফুলগুলিকে মনের ডালেতে শুধু দুলতে দিও।।