আমার আলোক দ্যুতি সুন্দরে হয় লীন,
যেথায় বিনায়ক রয় হয়ে ব্রাক্ষ্মন কৌলীন।
চোখর মাঝে দেখি কেবল আলোক ঘনছটা,
সেই আলোকই জগৎ ভরি পরছে ফোঁটা ফোঁটা।
সেই সে ফোঁটা শিরায় বহে আমার শ্রী মন্দিরে,
পুষ্পই ঐ মধুরিমার কোমল সে সুন্দরে।
ঐ প্রকৃতি মা পরম খুজে পেল এবার সারা,
ফুঁটবে বলে,ভরবে জগৎ তাইতো দিশাহারা।
দীর্ঘ আমার পরাণ না মোয় হৃদ মাঝারে পায় ,
তাই বিহৎ খোঁজে মনটি আমার উর্দ্ধ বিচরায়।
জানি ফুলেল নাহি পরশেতে কখন না হয়,
মর্ম দেখি মর্ম ভেদি অন্তিমেরে পায়।
ধরলে যারে প্রকৃতি হয় বড়ই মধুময়,
নির্জিবতা ভেঙে সজীব হয়ে ওঠে অসংসয়।
তাই পরম আজি উদ্দত হও জাগো প্রানের হয়ে,
জাগিয়ে তোল ভরিয়ে তোল পূরণ কর ক্ষয়ে।