প্রচ্ছন্ন পরম তার
মায়া কাননেতে,
মধু রুপের সুষমা
ফোটাল ফুলেতে ।
যুগের সন্ধ্যায় ফোটে ঐ ফুল
প্রতি মাসে ঝড়ে,
দিনে দিনে সেই ফুলেরই
রুপে না আর ধরে ।
মৌ করেতে মধুর লোভে
দেয় দর্শন,
সেই ফুলের পুর্নতা হয়
পেয়ে পরশন ।
মৌ ফুরায়ে আসে
কালের ছলেতে,
ফুল সে হারিয়ে যায়
একটি পলেতে ।
নতুন তরু শাখে
করে বিচারন,
সাজায় সুষমা দিয়ে
এই মধুর ভূবন।
মহুয়ালয় ।। ১৭-০৭