আবার এসেছ শীত
ঘোলা রোদ্দুরের অগোছালো
আঁচল গায়ে মেখে ।

আবার এসেছ শীত
পরতে পরতে শুষ্ক-তম
সৃষ্টি চোখে দেখে ।

আবার এসেছ শীত
বসন্তের সরল প্রলোভন
অগোচর মনে রেখে ।

আবার এসেছ শীত
শীত ঘুমের আবেশ
শীতল রক্তে চেখে ।

আবার এসেছ শীত
ঝরা পাতার আগুনে
চরুইবেতির আশ্বাস থেকে ।

ঘোলা রোদ্দুরের শুস্কতার
আগুনে ভিজেছে শীতঘুম
তোমার প্রলোভনে ।

শীত তুমি আরও শীতল হও ।